সংবাদ শিরোনাম ::
জিসাসের কেন্দ্রীয় পদ থেকে হেলাল উদ্দিন হেলাল বহিষ্কার

নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
চাঁদাবাজি, জমি দখল, এবং সংগঠনের নারী কর্মীদের ইভটিজিংসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন হেলালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অভিনেত্রী রুকেয়া সুলতানা কেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে হেলাল উদ্দিন হেলাল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সংগঠনের তহবিল অপব্যবহার, এবং নারী কর্মীদের প্রতি অশোভন আচরণের অভিযোগ ওঠে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জিসাস একটি শৃঙ্খলাবদ্ধ সাংস্কৃতিক সংগঠন। কোনো ব্যক্তি সংগঠনের ভাবমূর্তি নষ্ট করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।