আহমেদ সাজু’র অ্যাকশন চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ বাজিমাত

- আপডেট সময় : ০৯:৩০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
এ প্রজন্মের অভিনেতা আহমেদ সাজু তার দুর্দান্ত অ্যাকশন অভিনয়ের মাধ্যমে দর্শক মন জয় করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুদূত’–এ। ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সোহানূর রহমান।
সম্পূর্ণ শুটিং হয়েছে সিরাজগঞ্জের গ্রামীণ প্রেক্ষাপটে। সিনেমায় সমাজের বাস্তবতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও ন্যায়ের বিজয়কে উপজীব্য করা হয়েছে। সাজুর পাশাপাশি অভিনয় করেছেন লিটু করিম, উল্কা, রাজসহ একাধিক তরুণ শিল্পী। তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন আহমেদ সাজু তার প্রাণবন্ত অ্যাকশন দৃশ্যের জন্য।
“মৃত্যুদূত” মুক্তির পর ইউটিউব চ্যানেল আহমেদ সাজু ড্রামা ও ফেসবুক পেইজ আহমেদ সাজু’স ক্রেশন–এ প্রকাশিত হয়। অনলাইন দর্শকদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে-হাজার হাজার ভিউ ও মন্তব্যের মাধ্যমে প্রতীয়মান হয়েছে এর জনপ্রিয়তা।
পরিচালক সোহানূর রহমান জানিয়েছেন, ইতিবাচক সাড়ায় তিনি শিগগিরই শুরু করবেন ‘মৃত্যুদূত ২’–এর কাজ। থাকবে আরও চমকপ্রদ কাহিনি ও অ্যাকশন।
এদিকে আহমেদ সাজু বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ আমার অভিনয় জীবনে নতুন দিগন্ত। দর্শকের ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।
বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্রের ধারায় ‘মৃত্যুদূত’যোগ করেছে নতুন মাত্রা, যার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ অভিনেতা আহমেদ সাজু।