ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিসাসের কেন্দ্রীয় পদ থেকে হেলাল উদ্দিন হেলাল বহিষ্কার সার্চ ইঞ্জিন সিজন-২: তথ্য-প্রযুক্তির আলোয় বাংলাদেশ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোরাচালানী মালামাল আটক আহমেদ সাজু’র অ্যাকশন চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ বাজিমাত দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল রাজশাহীতে পুকুর ভরাট : প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা, জলাশয় সংকট বৃদ্ধি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল আটক সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ধান্যখোলা সীমান্তের শূন্যরেখায় প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখলো স্বজনরা যশোর সীমান্তে অবৈধ চোরাচালানী মালামাল আটক

ঝলমলে আয়োজনে নতুন তারকার আবির্ভাব

“মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ” এ প্রথম রানার্সআপ সিনথিয়া

হৃদয় খান
  • আপডেট সময় : ০২:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বর্ণাঢ্য আয়োজন “মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”। জমকালো এই প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন তরুণ ফ্যাশন মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া। শত প্রতিযোগীর ভিড়ে নিজের প্রতিভা, আত্মবিশ্বাস ও মেধার জোরে তিনি জায়গা করে নিলেন সেরাদের কাতারে।

ফ্যাশনের মঞ্চ থেকে মিডিয়ার আলোয়

আদ্রিজা আফরিন সিনথিয়া ফ্যাশন অঙ্গনে এরই মধ্যে পরিচিত নাম। বিজ্ঞাপন, র‍্যাম্প এবং ফটোশুটে কাজ করে তিনি নজর কেড়েছেন। তবে শুধু মডেলিংয়ের ভুবনেই থেমে থাকতে চান না তিনি। নিজেকে অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা দীর্ঘদিনের।

বর্তমানে তিনি কাজ করছেন সরকারি অনুদানপ্রাপ্ত পরিচালক সাদেক সিদ্দিকীর “দেনা পাওনা” সিনেমায়। বড়পর্দায় এটাই হবে তার অভিষেক। সিনথিয়ার বিশ্বাস, এই ছবিই তাকে অভিনয়ের জগতে নতুন পথ দেখাবে।

অপু বিশ্বাসের হাত থেকে মুকুট পাওয়ার আনন্দ

প্রথম রানার্সআপ হওয়ার মুহূর্তটি সিনথিয়ার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। বিশেষ করে প্রিয় নায়িকা ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের হাত থেকে মুকুট পরার অভিজ্ঞতা তাকে ভীষণ আবেগী করে তোলে। আনন্দঘন সেই মুহূর্তে সিনথিয়া বলেন—
“এই সাফল্য আমার জন্য অনেক বড় অর্জন। তবে আমি শুধু এখানেই থেমে থাকতে চাই না। আমি চাই নিজেকে মিডিয়া অঙ্গনে আরও দূর, বহুদূর এগিয়ে নিয়ে যেতে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।

পরিবারের প্রতি কৃতজ্ঞতা

নিজের অর্জনকে কখনো একার সাফল্য মনে করেন না আদ্রিজা আফরিন সিনথিয়া। এই মুকুট উৎসর্গ করেছেন মা–বাবা, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। তিনি জানান, তাদের অবিরাম সমর্থন ও ভালোবাসাই তাকে এই অবস্থানে এনেছে। বহু বাধা ও প্রতিকূলতা পেরিয়ে আজকের এই সাফল্যের দেখা পেয়েছেন তিনি।

ফ্যাশন থেকে চলচ্চিত্র—দ্বৈত স্বপ্নযাত্রা

সিনথিয়ার ইচ্ছা, ফ্যাশনের পাশাপাশি চলচ্চিত্রের জগতে নিজের জায়গা শক্ত করা। তার মতে, একজন শিল্পীর জন্য বহুমাত্রিক প্রতিভা থাকা জরুরি। তাই তিনি চান একসঙ্গে মডেলিং এবং অভিনয়ের দুনিয়ায় আলো ছড়াতে।

তরুণদের জন্য অনুপ্রেরণা

আদ্রিজা আফরিন সিনথিয়া শুধু প্রতিযোগিতায় জয়ী হননি, বরং নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, আত্মবিশ্বাস, পরিশ্রম আর স্বপ্ন থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।

নিজের স্বপ্নকে সামনে রেখে তিনি বলেন—
“এই মুকুট আমার স্বপ্নযাত্রার প্রথম ধাপ মাত্র। সামনে আরও অনেক পথ, আরও অনেক লড়াই। তবে আমি জানি, অদম্য চেষ্টা আর মানুষের ভালোবাসা থাকলে সবই সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝলমলে আয়োজনে নতুন তারকার আবির্ভাব

“মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ” এ প্রথম রানার্সআপ সিনথিয়া

আপডেট সময় : ০২:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বর্ণাঢ্য আয়োজন “মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”। জমকালো এই প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন তরুণ ফ্যাশন মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া। শত প্রতিযোগীর ভিড়ে নিজের প্রতিভা, আত্মবিশ্বাস ও মেধার জোরে তিনি জায়গা করে নিলেন সেরাদের কাতারে।

ফ্যাশনের মঞ্চ থেকে মিডিয়ার আলোয়

আদ্রিজা আফরিন সিনথিয়া ফ্যাশন অঙ্গনে এরই মধ্যে পরিচিত নাম। বিজ্ঞাপন, র‍্যাম্প এবং ফটোশুটে কাজ করে তিনি নজর কেড়েছেন। তবে শুধু মডেলিংয়ের ভুবনেই থেমে থাকতে চান না তিনি। নিজেকে অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা দীর্ঘদিনের।

বর্তমানে তিনি কাজ করছেন সরকারি অনুদানপ্রাপ্ত পরিচালক সাদেক সিদ্দিকীর “দেনা পাওনা” সিনেমায়। বড়পর্দায় এটাই হবে তার অভিষেক। সিনথিয়ার বিশ্বাস, এই ছবিই তাকে অভিনয়ের জগতে নতুন পথ দেখাবে।

অপু বিশ্বাসের হাত থেকে মুকুট পাওয়ার আনন্দ

প্রথম রানার্সআপ হওয়ার মুহূর্তটি সিনথিয়ার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। বিশেষ করে প্রিয় নায়িকা ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের হাত থেকে মুকুট পরার অভিজ্ঞতা তাকে ভীষণ আবেগী করে তোলে। আনন্দঘন সেই মুহূর্তে সিনথিয়া বলেন—
“এই সাফল্য আমার জন্য অনেক বড় অর্জন। তবে আমি শুধু এখানেই থেমে থাকতে চাই না। আমি চাই নিজেকে মিডিয়া অঙ্গনে আরও দূর, বহুদূর এগিয়ে নিয়ে যেতে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।

পরিবারের প্রতি কৃতজ্ঞতা

নিজের অর্জনকে কখনো একার সাফল্য মনে করেন না আদ্রিজা আফরিন সিনথিয়া। এই মুকুট উৎসর্গ করেছেন মা–বাবা, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। তিনি জানান, তাদের অবিরাম সমর্থন ও ভালোবাসাই তাকে এই অবস্থানে এনেছে। বহু বাধা ও প্রতিকূলতা পেরিয়ে আজকের এই সাফল্যের দেখা পেয়েছেন তিনি।

ফ্যাশন থেকে চলচ্চিত্র—দ্বৈত স্বপ্নযাত্রা

সিনথিয়ার ইচ্ছা, ফ্যাশনের পাশাপাশি চলচ্চিত্রের জগতে নিজের জায়গা শক্ত করা। তার মতে, একজন শিল্পীর জন্য বহুমাত্রিক প্রতিভা থাকা জরুরি। তাই তিনি চান একসঙ্গে মডেলিং এবং অভিনয়ের দুনিয়ায় আলো ছড়াতে।

তরুণদের জন্য অনুপ্রেরণা

আদ্রিজা আফরিন সিনথিয়া শুধু প্রতিযোগিতায় জয়ী হননি, বরং নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, আত্মবিশ্বাস, পরিশ্রম আর স্বপ্ন থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।

নিজের স্বপ্নকে সামনে রেখে তিনি বলেন—
“এই মুকুট আমার স্বপ্নযাত্রার প্রথম ধাপ মাত্র। সামনে আরও অনেক পথ, আরও অনেক লড়াই। তবে আমি জানি, অদম্য চেষ্টা আর মানুষের ভালোবাসা থাকলে সবই সম্ভব।