পূজার আয়োজনে সাব্বির আহমেদ শ্রাবণের নাটক ‘প্রবাসীর দুঃখিনী বৌ’

- আপডেট সময় : ০২:৫৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজায় Sampan Entertainment ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত নাটক “প্রবাসীর দুঃখিনী বৌ”। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সাব উদ্দিন এবং রচনা ও পরিচালনা করেছেন সাব্বির আহমেদ শ্রাবণ।
নাটকটির গল্পে একজন প্রবাসীর স্ত্রীর কঠিন বাস্তব জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে। স্বামীর অনুপস্থিতিতে সমাজ ও পরিবারের নানামুখী সমস্যার মোকাবিলা, প্রতিদিনের সংগ্রাম এবং নিজের ভেতরের লড়াইকে কেন্দ্র করেই এগিয়েছে এর কাহিনি।
পরিচালক সাব্বির আহমেদ শ্রাবণ বলেন—
“প্রবাসীদের পরিবারের অজানা কষ্ট ও সংগ্রামের দিকগুলো বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছি। আশা করি, নাটকটি দর্শকের মনে গভীরভাবে দাগ কাটবে।
অভিনয়ে রয়েছেন জনপ্রিয় শিল্পী জাহিদ চৌধুরী, ইলা আহমেদ, মাসুদ আলম, সোহাগ বিশ্বাস, সাবিনা ইয়াসমিনসহ আরও অনেকে।
প্রযোজক মোহাম্মদ সাব উদ্দিন বলেন—
“এটি গল্পনির্ভর একটি নাটক, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।”
আসন্ন দুর্গাপূজায় নাটকটি দর্শকদের জন্য একটি বিশেষ বিনোদনের উপহার হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।