ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিসাসের কেন্দ্রীয় পদ থেকে হেলাল উদ্দিন হেলাল বহিষ্কার সার্চ ইঞ্জিন সিজন-২: তথ্য-প্রযুক্তির আলোয় বাংলাদেশ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোরাচালানী মালামাল আটক আহমেদ সাজু’র অ্যাকশন চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ বাজিমাত দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল রাজশাহীতে পুকুর ভরাট : প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা, জলাশয় সংকট বৃদ্ধি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল আটক সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ধান্যখোলা সীমান্তের শূন্যরেখায় প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখলো স্বজনরা যশোর সীমান্তে অবৈধ চোরাচালানী মালামাল আটক

গ্রাম থেকে বিশ্বমঞ্চে: ময়নার অস্কার অভিযাত্রা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিনেমা মানেই স্বপ্ন। সেই স্বপ্ন কখনো শুধু পর্দায় সীমাবদ্ধ থাকে, আবার কখনো সেটি ছুঁয়ে যায় আন্তর্জাতিক আসর। বাংলাদেশের চলচ্চিত্রে সম্প্রতি এমন এক বিস্ময়কর খবর এসেছে—আসন্ন ৯৮তম অস্কার আসরের দৌড়ে শামিল হয়েছে পাঁচটি বাংলাদেশি ছবি। আর সেখানেই জায়গা করে নিয়েছে তরুণ নায়িকা রাজ রিপা অভিনীত ও আমান রেজা অভিনীত আলোচিত ছবি ময়না।

🌟 হঠাৎ পাওয়া বড় প্রাপ্তি

অস্কারের কথা উঠলেই চোখে ভাসে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লালগালিচা, যেখানে দাঁড়াতে পারাটাই শিল্পীদের কাছে জীবনের অন্যতম বড় সাফল্য। সেখানে যদি নিজের ছবির নাম ওঠে? রাজ রিপা কিছুটা বিস্মিত, কিছুটা অভিভূত।

তিনি বলেন—

“আলহামদুলিল্লাহ, অস্কারের মতো জায়গায় ময়নার নাম এসেছে—এটা ভাবতেও ভালো লাগে। বিশেষ করে জয়া আহসান, মেহজাবীন আপুদের মতো বড় তারকাদের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নাম ওঠা আমার জন্য গর্বের।

একজন নতুন মুখের জন্য এটি নিঃসন্দেহে স্বপ্নপূরণ।

🎭 গল্পের ভেতরের গল্প

ময়না শুধু একটি সিনেমা নয়, এটি এক নারীর সংগ্রামের প্রতিচ্ছবি। গ্রামের সাধারণ একটি মেয়ের শহরের চাকচিক্যে হারিয়ে ফেলার কাহিনি, আবার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া—এই দ্বন্দ্বময় অভিজ্ঞতাই সিনেমার প্রাণ।

ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। আর তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জনপ্রিয় নায়ক আমান রেজা-কে। দু’জনের রসায়নই সিনেমার আবেগকে করেছে আরও জীবন্ত।

তাদের পাশাপাশি অভিনয়ে ছিলেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরীসহ আরও অনেকে।

 

🌍 আন্তর্জাতিক আসরে আলো ছড়ানো

দেশে মুক্তির পর টানা তিন সপ্তাহ হলে দর্শক টেনেছে ময়না। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়েছে ছবিটি—
• ইতালির গলফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভাল ২০২৪-এ স্পেশাল মেনশন ফিচার ফিল্ম পুরস্কার
• লন্ডনের ২৫তম ইএমএমএ’স বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা চলচ্চিত্র প্রযোজনা পুরস্কার
• দক্ষিণ কোরিয়ার ২১তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শনী

এই স্বীকৃতিগুলো যেন প্রমাণ করে, স্থানীয় গল্পও বৈশ্বিক দর্শকের হৃদয়ে নাড়া দিতে পারে।

 

🎬 নির্মাণের পেছনের মানুষ

চলচ্চিত্রটির গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন মোহাম্মদ আলিম উল্লাহ। আর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মেধাবী নির্মাতা মঞ্জুরুল ইসলাম মেঘ। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি এখন শুধু একটি সিনেমা নয়—এটি বাংলাদেশের চলচ্চিত্রের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে।

 

অস্কারের দৌড়ে বাংলাদেশের স্বপ্ন

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে জমা পড়েছে মোট পাঁচটি ছবি—সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী এবং ময়না। এর মধ্য থেকে একটি ছবি যাবে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করতে।

কোন ছবি শেষ পর্যন্ত নির্বাচিত হবে—তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ময়না ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

🌸 শেষ কথা

একটি গ্রামের মেয়ের গল্প থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো—ময়না আসলে বাংলাদেশের সিনেমারই প্রতিচ্ছবি। নবাগত রাজ রিপার প্রথম ছবিই যদি অস্কারের দৌড়ে যায়,—তাহলে এটি শুধু একটি সিনেমার অর্জন নয়, পুরো বাংলাদেশের জন্যই এক বিশাল সম্মান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রাম থেকে বিশ্বমঞ্চে: ময়নার অস্কার অভিযাত্রা

আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

সিনেমা মানেই স্বপ্ন। সেই স্বপ্ন কখনো শুধু পর্দায় সীমাবদ্ধ থাকে, আবার কখনো সেটি ছুঁয়ে যায় আন্তর্জাতিক আসর। বাংলাদেশের চলচ্চিত্রে সম্প্রতি এমন এক বিস্ময়কর খবর এসেছে—আসন্ন ৯৮তম অস্কার আসরের দৌড়ে শামিল হয়েছে পাঁচটি বাংলাদেশি ছবি। আর সেখানেই জায়গা করে নিয়েছে তরুণ নায়িকা রাজ রিপা অভিনীত ও আমান রেজা অভিনীত আলোচিত ছবি ময়না।

🌟 হঠাৎ পাওয়া বড় প্রাপ্তি

অস্কারের কথা উঠলেই চোখে ভাসে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লালগালিচা, যেখানে দাঁড়াতে পারাটাই শিল্পীদের কাছে জীবনের অন্যতম বড় সাফল্য। সেখানে যদি নিজের ছবির নাম ওঠে? রাজ রিপা কিছুটা বিস্মিত, কিছুটা অভিভূত।

তিনি বলেন—

“আলহামদুলিল্লাহ, অস্কারের মতো জায়গায় ময়নার নাম এসেছে—এটা ভাবতেও ভালো লাগে। বিশেষ করে জয়া আহসান, মেহজাবীন আপুদের মতো বড় তারকাদের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নাম ওঠা আমার জন্য গর্বের।

একজন নতুন মুখের জন্য এটি নিঃসন্দেহে স্বপ্নপূরণ।

🎭 গল্পের ভেতরের গল্প

ময়না শুধু একটি সিনেমা নয়, এটি এক নারীর সংগ্রামের প্রতিচ্ছবি। গ্রামের সাধারণ একটি মেয়ের শহরের চাকচিক্যে হারিয়ে ফেলার কাহিনি, আবার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া—এই দ্বন্দ্বময় অভিজ্ঞতাই সিনেমার প্রাণ।

ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। আর তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জনপ্রিয় নায়ক আমান রেজা-কে। দু’জনের রসায়নই সিনেমার আবেগকে করেছে আরও জীবন্ত।

তাদের পাশাপাশি অভিনয়ে ছিলেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরীসহ আরও অনেকে।

 

🌍 আন্তর্জাতিক আসরে আলো ছড়ানো

দেশে মুক্তির পর টানা তিন সপ্তাহ হলে দর্শক টেনেছে ময়না। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়েছে ছবিটি—
• ইতালির গলফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভাল ২০২৪-এ স্পেশাল মেনশন ফিচার ফিল্ম পুরস্কার
• লন্ডনের ২৫তম ইএমএমএ’স বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা চলচ্চিত্র প্রযোজনা পুরস্কার
• দক্ষিণ কোরিয়ার ২১তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শনী

এই স্বীকৃতিগুলো যেন প্রমাণ করে, স্থানীয় গল্পও বৈশ্বিক দর্শকের হৃদয়ে নাড়া দিতে পারে।

 

🎬 নির্মাণের পেছনের মানুষ

চলচ্চিত্রটির গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন মোহাম্মদ আলিম উল্লাহ। আর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মেধাবী নির্মাতা মঞ্জুরুল ইসলাম মেঘ। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি এখন শুধু একটি সিনেমা নয়—এটি বাংলাদেশের চলচ্চিত্রের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে।

 

অস্কারের দৌড়ে বাংলাদেশের স্বপ্ন

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে জমা পড়েছে মোট পাঁচটি ছবি—সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী এবং ময়না। এর মধ্য থেকে একটি ছবি যাবে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করতে।

কোন ছবি শেষ পর্যন্ত নির্বাচিত হবে—তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ময়না ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

🌸 শেষ কথা

একটি গ্রামের মেয়ের গল্প থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো—ময়না আসলে বাংলাদেশের সিনেমারই প্রতিচ্ছবি। নবাগত রাজ রিপার প্রথম ছবিই যদি অস্কারের দৌড়ে যায়,—তাহলে এটি শুধু একটি সিনেমার অর্জন নয়, পুরো বাংলাদেশের জন্যই এক বিশাল সম্মান।