ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিসাসের কেন্দ্রীয় পদ থেকে হেলাল উদ্দিন হেলাল বহিষ্কার সার্চ ইঞ্জিন সিজন-২: তথ্য-প্রযুক্তির আলোয় বাংলাদেশ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোরাচালানী মালামাল আটক আহমেদ সাজু’র অ্যাকশন চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ বাজিমাত দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল রাজশাহীতে পুকুর ভরাট : প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা, জলাশয় সংকট বৃদ্ধি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল আটক সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ধান্যখোলা সীমান্তের শূন্যরেখায় প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখলো স্বজনরা যশোর সীমান্তে অবৈধ চোরাচালানী মালামাল আটক

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আলোড়ন: রাজ রীপা’র হিজাব স্টাইল

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলা চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা রাজ রিপা।তিনি অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে র‍্যাম্পের মডেল হিসাবে নতুন পরিচিতি লাভ করেছেন।

র‍্যাম্পের মডেল হিসেবে তার জনপ্রিয়তা বেড়েই চলছে। সব নিজের নতুন নতুন লুকের চমক দিয়ে। তবে রাজ রিপার নতুন লুকের মধ‍্যে হিজাব স্টাইল টাই প্রাধান্য দেন। নিজেই নিজের স্টাইলিং এ দর্শকদের মাঝে দারুণ মগ্ধতা ছড়াচ্ছেন।

গত ২৭ জুলাই এক অ‍্যাওয়ার্ড শোতে যমুনা ফিউচার পার্কে শো-স্টপার হিসেবে র‍্যম্পে হাঁটেন, নিজের মেকওভার ও নিজের হিজাব স্টাইলিং দিয়ে দর্শকদের মাঝে সারা ফেলেছেন, প্রথমবারেই র‍্যম্পে হেটে হিজাবের লুকেই সবার নজরে পড়েছেন। চারপাশে শুধু মারহাবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাবিবি ও হাতে তালির আওয়াজে যমুনায় ঢেউ উঠেছিলো, যা রাজ রিপার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

চিত্রনায়িকা রাজ রিপা বলেন, র‍্যাম্প মডেল হিসেবে এটাই আমার প্রথম আর প্রথমবারেই আমি সবার এত বেশি ভালোবাসা পেয়েছি, সবার নজরে এমনভাবে পড়েছি যা আমাকে আরও র‍্যাম্পে কাজের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।তবে সব সময় চেষ্টা করবো শালীনতার মাঝে নিজেকে একজন জনপ্রিয় নামকরা হিজাবী র‍্যাম্প মডেল হিসেবে বাংলাদেশে তুলে ধরার। ব্লোড লুকে নিজেকে কখনোই তুলে ধরতে চাই না, আর ১০ জনের মতো, এমনভাবে সামনে আসতে চাই যেনো সব সময় সবাই বলে রাজ রিপা শালিন নায়িকা ও মডেল।

তারপর শুরু হলো একের পর এক চমক, রাজ রিপা অন‍্য এওয়ার্ড শোতে আবারো আনজারার শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হাটেন, আবারো নতুন লুকে নজর কারেন।
রাজ রিপার এই নতুন লুকের হিজাব স্টাইল ও ডিজাইন করে মাথায় ওড়না দেওয়া লুক গুলোতে সারা ফেলেছেন ফ‍্যাশন ইন্ডাস্ট্রিতে। এখন অনান‍্য এ‍্যওয়ার্ড শো গুলোতে অনান‍্য মডেলরা রাজ রিপার দেখানো পথেই হাঁটছেন, মানে হিজাব স্টাইলে র‍্যাম্পে নিজেদের তুলে ধরেছেন। তারমানে সিনিয়র মডেলরাও রাজ রিপাকে আইডল ভাবছে, এটাই তার প্রমান।

এই সম্পর্কে রাজ রিপার কাছে জানতে চাইলে তিনি জানান যে, আমাকে দেখে যদি কেউ বোল্ড থেকে শালীনতায় নিজেকে প্রেজেন্ট করে তাহলে এটা দেখে আমি নিজেই প্রাউড ফিল করবো, এবং সত্যিই নিজের কাছে খুব ভালো লাগে যখন মানুষ নিজেকে শালীনভাবে তুলে ধরতে পারে। নারী যেই প্রফেশনেই থাকুক না কেন! আমি মনে করি, একজন নারী শালীনতায় সবচেয়ে বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর হিজাবে এবং মাথায় ওড়নায়।
মাশআল্লাহ এভাবে সবাইকে দেখে নিজের কাছেই গর্ব হচ্ছে।

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা রাজ রিপা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখিয়েছেন তিনি। কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন বড় পর্দায় নায়িকা হিসেবে “ময়না” সিনেমায় ময়না হয়ে আসেন রাজ রিপা।দেখাগেছে নামদামি ব্র্যান্ডের বেশকিছু বিজ্ঞাপনে। ইদানিং কিছু ব্র্যান্ডের র‍্যম্প মডেল শো-শোস্টপার হিসাবে বড় বড় অ‍্যওয়ার্ড শোতে দেখা যাচ্ছে তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আলোড়ন: রাজ রীপা’র হিজাব স্টাইল

আপডেট সময় : ০১:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

 

বাংলা চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা রাজ রিপা।তিনি অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে র‍্যাম্পের মডেল হিসাবে নতুন পরিচিতি লাভ করেছেন।

র‍্যাম্পের মডেল হিসেবে তার জনপ্রিয়তা বেড়েই চলছে। সব নিজের নতুন নতুন লুকের চমক দিয়ে। তবে রাজ রিপার নতুন লুকের মধ‍্যে হিজাব স্টাইল টাই প্রাধান্য দেন। নিজেই নিজের স্টাইলিং এ দর্শকদের মাঝে দারুণ মগ্ধতা ছড়াচ্ছেন।

গত ২৭ জুলাই এক অ‍্যাওয়ার্ড শোতে যমুনা ফিউচার পার্কে শো-স্টপার হিসেবে র‍্যম্পে হাঁটেন, নিজের মেকওভার ও নিজের হিজাব স্টাইলিং দিয়ে দর্শকদের মাঝে সারা ফেলেছেন, প্রথমবারেই র‍্যম্পে হেটে হিজাবের লুকেই সবার নজরে পড়েছেন। চারপাশে শুধু মারহাবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাবিবি ও হাতে তালির আওয়াজে যমুনায় ঢেউ উঠেছিলো, যা রাজ রিপার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

চিত্রনায়িকা রাজ রিপা বলেন, র‍্যাম্প মডেল হিসেবে এটাই আমার প্রথম আর প্রথমবারেই আমি সবার এত বেশি ভালোবাসা পেয়েছি, সবার নজরে এমনভাবে পড়েছি যা আমাকে আরও র‍্যাম্পে কাজের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।তবে সব সময় চেষ্টা করবো শালীনতার মাঝে নিজেকে একজন জনপ্রিয় নামকরা হিজাবী র‍্যাম্প মডেল হিসেবে বাংলাদেশে তুলে ধরার। ব্লোড লুকে নিজেকে কখনোই তুলে ধরতে চাই না, আর ১০ জনের মতো, এমনভাবে সামনে আসতে চাই যেনো সব সময় সবাই বলে রাজ রিপা শালিন নায়িকা ও মডেল।

তারপর শুরু হলো একের পর এক চমক, রাজ রিপা অন‍্য এওয়ার্ড শোতে আবারো আনজারার শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হাটেন, আবারো নতুন লুকে নজর কারেন।
রাজ রিপার এই নতুন লুকের হিজাব স্টাইল ও ডিজাইন করে মাথায় ওড়না দেওয়া লুক গুলোতে সারা ফেলেছেন ফ‍্যাশন ইন্ডাস্ট্রিতে। এখন অনান‍্য এ‍্যওয়ার্ড শো গুলোতে অনান‍্য মডেলরা রাজ রিপার দেখানো পথেই হাঁটছেন, মানে হিজাব স্টাইলে র‍্যাম্পে নিজেদের তুলে ধরেছেন। তারমানে সিনিয়র মডেলরাও রাজ রিপাকে আইডল ভাবছে, এটাই তার প্রমান।

এই সম্পর্কে রাজ রিপার কাছে জানতে চাইলে তিনি জানান যে, আমাকে দেখে যদি কেউ বোল্ড থেকে শালীনতায় নিজেকে প্রেজেন্ট করে তাহলে এটা দেখে আমি নিজেই প্রাউড ফিল করবো, এবং সত্যিই নিজের কাছে খুব ভালো লাগে যখন মানুষ নিজেকে শালীনভাবে তুলে ধরতে পারে। নারী যেই প্রফেশনেই থাকুক না কেন! আমি মনে করি, একজন নারী শালীনতায় সবচেয়ে বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর হিজাবে এবং মাথায় ওড়নায়।
মাশআল্লাহ এভাবে সবাইকে দেখে নিজের কাছেই গর্ব হচ্ছে।

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা রাজ রিপা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখিয়েছেন তিনি। কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন বড় পর্দায় নায়িকা হিসেবে “ময়না” সিনেমায় ময়না হয়ে আসেন রাজ রিপা।দেখাগেছে নামদামি ব্র্যান্ডের বেশকিছু বিজ্ঞাপনে। ইদানিং কিছু ব্র্যান্ডের র‍্যম্প মডেল শো-শোস্টপার হিসাবে বড় বড় অ‍্যওয়ার্ড শোতে দেখা যাচ্ছে তাকে।