প্যারিসের রিপাবলিকে বাংলাদেশিদের মিলনমেলা

- আপডেট সময় : ০১:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
হাজার হাজার ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসের রিপাবলিকে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশিদের মিলনমেলা। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে বাংলাদেশিদের পাশাপশি উপস্থিত ছিল ফরাসীরাও। শোভাযাত্রা, নাচ, গান, ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো হয় দিনব্যাপী এ আয়োজন।
সংগঠনের প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন শাহ আলম তার বক্তব্যে বলেন, নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিচর্চা ধরে রাখতে দীর্ঘদিন ধরে ফ্রান্সে এমন নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্স।
উৎসবে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল সরকার ও জনপ্রিয় উপস্থাপিকা রেহানা রাখির উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মাহিলা ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা ঊপলক্ষে বিভিন্ন প্রকার পন্যের ষ্টল বসে রিপাবলিক চত্বরে। দ্বিতীয় পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা তানিয়া রহমানের উপস্থাপনায় মেলায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাজ জাহান মুন্নি, লাবনী রিজ, হাসি রানী, মিষ্টি বিশ্বাস।